স্থগিতকৃত পঞ্চগড় চিনিকলসহ ৬টি চিনিকল চালুর দাবিতে এবং স্থগিতকৃত চিনিকলগুলোর চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ চিনিকল চালুর দাবিতে শ্রমিকদের সমাবেশ
এসময় বক্তারা অবিলম্বে পঞ্চগড় চিনিকলসহ ৬টি চিনিকল চালু করাসহ স্থায়ী চুক্তিভিক্তিক শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান।
সমাবেশে পঞ্চগড় চিনিকল চুক্তিভিক্তিক কর্মচারী ও শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মিজানুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক হারুন-অর রশিদ ভুইয়া, সাধারণ সম্পাদক উজ্জল রায়, কেন্দ্রীয় সদস্য বিধান দাস, পঞ্চগড় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বুলেট প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post