স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ানি) বুরকিনার পনি প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিতে কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে।আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি সোনার খনিতে বিস্ফোরণে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুরকিনা ফাসোতে অনেক আন্তর্জাতিক স্বর্ণ খনন করার প্রতিষ্ঠান আছে। এছাড়া অবৈধ বা পরিত্যক্ত প্রতিষ্ঠানের সংখ্যাও অনেক। যেখানে শিশু শ্রমিকই বেশি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ানি) বুরকিনার পনি প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিতে কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে।
তবে ওই স্থানে কী ধরনের খননের কাজ চলছিল তা এখনো জানা যায়নি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুরকিনা ফাসোতে অনেক আন্তর্জাতিক স্বর্ণ খনন করার প্রতিষ্ঠান আছে। এছাড়া অবৈধ বা পরিত্যক্ত প্রতিষ্ঠানের সংখ্যাও অনেক। যেখানে শিশু শ্রমিকই বেশি।
দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর একটি বুরকিনা ফাসো। দেশটির সঙ্গে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইসের সংযোগ রয়েছে। গোষ্ঠীগুলো খনি দখলে প্রায়ই সহিংস হামলা চালায়।
কিন্তু গত সোমবার যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার চেয়ে শত মাইল দূরে গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এই বিস্ফোরণে তাদের জড়িত থাকারও কোনো চিহ্ন নেই।