ইতালির রাজধানী রোমে রাত ১০টার পর মুদি দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রোম সিটি করপোরেশন। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। আন্দোলনের কথাও বলছেন অনেক প্রবাসী।
রোমের প্রায় ৮৫ ভাগ মুদি দোকান বাংলাদেশি মালিকানাধীন। এসব দোকানে রাত ১০টার পর অ্যালকোহল বিক্রির নিয়ম না থাকলেও তা মানছেন না দোকানিরা। আর তাই রোম সিটি করপোরেশন নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এসব দোকান রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে। এমন সিদ্ধান্তে সেখানকার চরম হতাশায় বাংলাদেশি ব্যবসায়ীরা।
রোমের বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, মূলত রাত ১০টার পরেই বেচাকেনা বেশি হয়। তাই এই নির্দেশনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
ইতালিতে এক লাখ ৭২ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ২৬ শতাংশের বেশি বিদেশিদের মালিকানাধীন। এর এক তৃতীয়াংশই পরিচালনা করেন বাংলাদেশিরা। শুধু রাজধানীতেই রয়েছে ২ হাজার মুদি দোকান। যার মালিকানা অধিকাংশই বাংলাদেশি প্রবাসীদের।
Discussion about this post