বিক্রি হচ্ছে দিনাজপুরের হিলির পাইকারি বাজারে হোলেন্ডার আলু সাড়ে ৬ টাকা আর দেশি লাল আলু ৮ টাকা কেজিতে। খুচরা বাজারে ব্যবসায়ীরা হোলেন্ডার আলু কেজিপতি ৮ টাকা ও দেশি লাল আলু ১০ টাকায় বিক্রি করছেন।
ব্যবসায়ীরা জানান,বৃষ্টির কারণে আলু ক্ষেতে পানি জমেছে প্রয়োজনের তুলোনায় অনেক। বেশি পানির কারণে আলুতে পচন ধরেছে। তাই তাড়াহুড়া করে জমি থেকে আলু তুলে বাজারে আনছেন চাষিরা। এসব আলু কয়েক সপ্তাহ মাটিতে শুষ্ক অবস্থায় রাখতে পারলে তা স্টোরজাত করা যেতো।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হিলি সবজি বাজারে সরেজমিনে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে আলুর পাইকারি দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। গেলো সপ্তাহে হওয়া বৃষ্টির কারণে কমতে শুরু করেছে আলুর দাম। এদিকে বাজারে উঠা সব ধরনের শীতকালীন সবজির দাম বাড়তে শুরু করেছে।