ব্লাক ডায়মন্ড হিসেবে অভিহিত শত কোটি বছর বয়সী বিশ্বের সবচেয়ে বড় হীরক খণ্ড এনিগমা বিক্রি হলো ৪৩ লাখ ডলারে।
নিলামকারী সোদবি জানিয়েছে, ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের ব্লাক ডায়মন্ড এনিগমাকে ক্রেতা কিনেছেন ক্রিপটোকারেন্সির মাধ্যমে।
রহস্যময় এই হীরক খণ্ডের উৎপত্তি নিয়ে অনেক ধরনের মতামত থাকলেও, এক ধূমকেতুর মাধ্যমে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে ব্লাক ডায়মন্ড জনপ্রিয় ধারণা এটাই।
নিলামকারী প্রতিষ্ঠান সোদবি এর ক্রেতার পরিচিতি প্রকাশ করেনি। তবে ক্রিপটোকারেন্সি উদ্যোক্তা রিচার্ড হার্ট সোস্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনিই ব্লাক ডায়মন্ড এনিগমার ক্রেতা।
হীরাটি তার হাতে আসলেই এটার নাম পাল্টে ফেলার কথাও জানিয়েছেন তিনি। নিজের প্রতিষ্ঠিত ব্লকচেইন প্লাটফর্মের নাম অনুযায়ী তিনি এর নতুন নাম রাখবেন ‘এইচইএক্স.কম ডায়মন্ড’।
হীরকখণ্ডটি আসলে হীরার সবচেয়ে কঠিন ধরন কারবোনাডোতে তৈরি। খুবই বিরল প্রকৃতির এই ধরনের হীরা পাওয়া যায় একমাত্র সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও ব্রাজিলের খনিগুলোতে।
সাধারণত কালো হীরাগুলো ২৬০ থেকে ৩২০ কোটি বছর বয়সী হয়। অপরদিকে পৃথিবী সৃষ্টি হয়েছে ৪৬৫ কোটি বছর আগে।
নিলামে তোলার আগে নিলামকারী প্রতিষ্ঠান সোদবি ব্লাক ডায়মন্ড এনিগমাকে উল্লেখ করে, ‘মানবজাতির সামনে থাকা পৃথিবীর বিরলতম শত কোটি বছর বয়সী মহাজাগতিক বিস্ময়’ হিসেবে।
Discussion about this post