নাটোরে তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫-৭ টাকা ২২-২৫ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষকের দাবি,বর্তমান দামে উৎপাদন খরচ উঠলেও লাভবান হতে পারছেন না। পেঁয়াজের উৎপাদন বাড়াতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা নির্ধারণ করার দাবি তাদের।। দুই সপ্তাহ ধরে নাটোরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৫-১৮ টাকায় বিক্রি হলেও তিন দিন ধরে বিক্রি হচ্ছে ২২-২৫ টাকায়।
অতিরিক্ত দামে কন্দ জাতের পেঁয়াজের বীজ কেনাসহ খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি নতুন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ২৫ টাকা। বর্তমান দামে উৎপাদন খরচ উঠলেও লাভের মুখ দেখছেন না কৃষক। এ অবস্থায় চলমান চারা জাতের পেঁয়াজের উৎপাদন বাড়াতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা নির্ধারণের দাবি কৃষকদের।
তারা জানান, শুধু উৎপাদন খরচই উঠে আসছে। বাজারে যে হারে পেঁয়াজ বেচাকেনা হচ্ছে, তাতে তাদের কোনো লাভ হচ্ছে না।পেঁয়াজ উৎপাদনে ৯০০-৯৫০ টাকা খরচ হয়েছে। তবে বিক্রি করতে হচ্ছে ৮০০ টাকা দরে। তাহলে আমাদের লাভ হবে কী করে?
আড়তদাররা বলেন, বিভিন্ন জেলা থেকে পাইকাররা বেশি আসায় পেঁয়াজের দাম কিছুটা বেশি হলেও ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।