বিশ্ববাজারে সরবরাহ সংকটের কারণে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। এ ছাড়া লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতুটির মজুত কমে এসেছে উল্লেখযোগ্য হারে।
বিশেষজ্ঞরা মনে করছেন,মজুত কমে আসা এবং সরবরাহ চেইনে ভয়াবহ সংকটের কারণে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৪৯৭ ডলার ৪৮ সেন্ট। অধিবেশনের শুরুতে ধাতুটির দাম সাড়ে তিন মাসের সর্বোচ্চে পৌঁছে।
এদিকে রাশিয়া হচ্ছে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম রফতানিকারক দেশ। বর্তমানে রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দামে কতটা প্রভাব পড়বে, তা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে টনপ্রতি ৩ হাজার ১২১ ডলার ৫০ সেন্টে। এলএমইর গুদামগুলোয় অ্যালুমিনিয়ামের মজুত ৭ লাখ ৭৫ হাজার ৪৭৫ টনে নেমেছে, যা ২০০৭ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।