প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধভাবে প্রবাসীরা টাকা পাঠাতে না পারার কারণে রেমিট্যান্স প্রবাহ কমে আসছে বলে মনে করছেন দেশটিতে অবস্থানরত। এ প্রবণতা কমিয়ে আনতে না পারলে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও ধারণা তাদের।
পরিসংখ্যান বলছে, দেশটি থেকে ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহের হার কমে যাচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এটি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের জন্যও উদ্বেগজনক।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এসব লেনদেনের প্রবণতা চোখে পড়ে বেশি। এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের গতি আরও কমে আসবে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা।
সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স পাঠানোর বৈধতা না পেলেও অনেকেই বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে অবৈধভাবে টাকা পাঠান বাংলাদেশে। সচেতন মহলের দাবি, অবৈধ পথে প্রবাসীদের টাকা লেনদেনের কারণে রেমিট্যন্স প্রবাহ কমে আসছে।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এসব লেনদেনের প্রবণতা চোখে পড়ে বেশি। এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের গতি আরও কমে আসবে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা।
Discussion about this post