চট্টগ্রাম বন্দরে ইউরোপের ক্রেতাদের কেনা বাংলাদেশের গার্মেন্টস পণ্য নিতে এবার সরাসরি ইতালি থেকেই জাহাজ আসছে। দেশটির রেভেনা বন্দরে ফিরে যাবে এমভি সোঙ্গা-চিতা নামের জাহাজটি ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর আসার পর ১ হাজার ১০০ কন্টেইনার রফতানি পণ্য নিয়ে।
ইউরোপের ক্রেতাদের কাছে গার্মেন্টস সামগ্রী পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে দেড় মাসের বেশি সময় লাগে।
পৌঁছে যাবে এসব পণ্য নতুন রুট চালু হওয়ায় মাত্র ১৬ দিনেই ইউরোপের ক্রেতাদের কাছে।
বাংলাদেশের অন্তত ৫০টি গার্মেন্টসে গত কয়েক মাস ধরেই চলছে ইউরোপিয়ান ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরির ব্যস্ততা। উৎপাদিত এসব পণ্য নিতে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ১৭ জানুয়ারি ইতালির রেভেনা বন্দর ছেড়ে আসে এমভি সোঙ্গা-চিতা নামের কন্টেইনারবাহী জাহাজটি। এতে ৯৪৫টি খালি এবং ৭টি পণ্যবোঝাই কন্টেইনার রয়েছে।
শিপিং এজেন্টের তথ্য অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এবং পরদিন সকালে বন্দরের প্রধান জেটিতে ভিড়বে মার্শাল আইল্যান্ডের পাতাকাবাহী ১ হাজার ২০০টি ইউএস বহনক্ষমতার জাহাজটি। খালি কন্টেইনার নামিয়ে গার্মেন্টস পণ্যভর্তি ১ হাজার ১০০ কন্টেইনার নিয়ে এমভি সোঙ্গা-চিতা ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর ছাড়ার শিডিউল রয়েছে।
শিপিং অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, এতে সরাসরি ১৬ থেকে ১৭ দিনের মধ্যে পণ্য পৌঁছে যাবে। এটি দেশের তৈরি পোশাক খাতের জন্য একটি বড় সাফল্য।