নাটোরের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম কন্দ জাতের নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায়। ১৮ থেকে ২০ টাকায় এক সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা কমে পাইকারি পর্যায়ে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে।
কৃষকদের দাবি, কেজিতে ২৫ টাকার মতো উৎপাদন খরচ হওয়ায় বর্তমান দামে লোকসান হচ্ছে।
নাটোরের বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায় বেড়েছে কন্দ জাতের নতুন পেঁয়াজের সরবরাহ। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ২৩ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়।
২৫ টাকার মতো খরচ বাড়ায় কেজিতে পেঁয়াজ উৎপাদনে খরচ হচ্ছে। এ অবস্থায় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি আমদানি বন্ধেরও দাবি তাদের।
তারা বলেছেন, পেঁয়াজ উৎপাদন করতে কৃষকের যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তার অর্ধেক টাকাও পাচ্ছে না কৃষক। পেঁয়াজের চারার দাম বেশি, সারের দাম বেশি, তাই এ দাম আমাদের জন্য যথেষ্ট নয়। সরকারের কাছে অনুরোধ করব যেন বাইরের আমদানি বন্ধ করা হয়।
আড়তদাররা জানান, এবার সারাদেশে পেঁয়াজের উৎপাদন ভাল হওয়ায় বিভিন্ন জেলায় এর চাহিদা কমেছে। সংরক্ষণ না হওয়ায় বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে দামও কমেছে।
বাজারের আড়তদার জানান, এ কন্দ জাতের পেঁয়াজ সংরক্ষণ করা যায় না বলে জমি থেকে তুলেই কৃষকরা বাজারে নিয়ে আসছেন। এতে সরবরাহ বেড়ে গেছে। তবে পাইকার কমে গেছে।
Discussion about this post