কসবায় টিলা ও পাহাড় কেটে বিক্রি করা হচ্ছে মাটি আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার।
স্থানীয়রা জানান ,এতে প্রভাবশালীরা জড়িত থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন।লিখিতভাবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
একটি চক্র ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের টিলা ও ছোট ছোট পাহাড় কেটে লাল মাটি অন্যত্র বিক্রি করছে। এদের কাছ থেকে মাটি কিনে ব্যবহার করা হচ্ছে বসতভিটা নির্মাণসহ নানা কাজে। এতে সমতল হয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চল। চক্রটি প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ।
স্থানীয়রা জানান, এ জায়গাটি করবস্থান করার জন্য সমতল করছের তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল আলম বলেন,এগুলো বেআইনি কাজ। আমি তাৎক্ষণিকভাবে সরকারি কমিশনকে নির্দেশনা দিয়েছি। যখনই অভিযোগ পাচ্ছি, আমরা তখনই বন্ধ করছি। অনেক সময় দেখা যায়, তারা রাতের আধাঁরে এসব কাজ করেন, সেক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. নূরুল আমীন বলেন, পরিবেশ আইন যদিও ১৯৯৫ সালের আইন, কিন্তু এ পাহাড় কাটার ধারা যুক্ত হয়েছে ২০১০ সালে। কারণ এটি এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এলাকাবাসীর অভিযোগ ,গেল একবছরে কসবায় ২০টিরও বেশি স্থানে পাহাড় কেটে প্রায় সমতল ভূমি তৈরি করা হয়েছে।
Discussion about this post