রাজনীতি কিংবা অর্থনীতি ,ঘরে অথবা বাহিরে সব ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে নারীরা। চাকরি,ব্যবসা -বাণিজ্য সহ কোনো ক্ষেত্রে যেনো পিছিয়ে নেই নারীরা । তেমনি চট্টগ্রামের নারীদের নিয়ে গড়ে তোলা এক উদ্যোগী প্রতিষ্ঠান হলো ” স্বস্তি “। জীবনের প্রয়োজনে একা চলতে গিয়ে নিজেকে স্বাবলম্বী করতে ও উদ্যোগী হতে চলার পথে ভিন্ন মাত্রায় যোগ হয়েছে স্কুটি।
স্কুটি চলার পথে সহজ করেছে অনেক কঠিন কাজকে। চট্টগ্রামের খুলশী এলাকায় বিভিন্ন বয়সের নারীদের ইচ্ছে পূরণে এগিয়ে যাচ্ছে ‘ স্বস্তি ‘।
একটি সংগঠন কিংবা উদ্যোগী ব্যক্তি পারেন সমাজ বদলে দিতে,গড়ে তোলে প্রগতি ও সভ্যতা। নারীদের পরনির্ভরশীলতা ও পথের হয়রানি দূর করাই হলো ‘স্বস্তি ‘র মূল উদ্দেশ্য ।
‘স্বস্তি ‘র অনন্যা কার্যাবলী সমূহ :
১ স্বস্তি স্কুটি প্রশিক্ষণ
২. স্বস্তি টি হল্ট ‘
৩.স্বস্তি নার্সারি
৪.স্বস্তি সেলাই প্রশিক্ষণ
৫.স্বস্তি দ্বীনি শিক্ষা
চোখ রাখুন ‘স্বস্তি ‘ পেইজে।
যোগাযোগের ঠিকানা :
০১৭১৬১০-৮৯৬৫(এডমিন )
০১৮৭৫৫৬৬৫৪১(মডারেটর )
স্থান : খুলশী রেলবিট,আব্দুল হান্নান সড়ক সংলগ্ন নিজামের দোকান মোড়