বাংলাদেশ টাইলস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন খুচরা পর্যায়ে আরোপিত সব ভ্যাট উৎস পর্যায় থেকে আদায় করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনটি একই সঙ্গে পুরোপুরি সক্ষমতা অর্জন না করা পর্যন্ত ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট আদায় কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, বাংলামোটরে টাইলসের দোকান প্রায় পাঁচ শতাধিক রয়েছে। অথচ মেশিন আছে মাত্র ৫০টি। যেসব দোকানে ইএফডি মেশিন আছে, সেসব দোকানে পাঁচ লাখ টাকার টাইলস কিনতে গেলে ক্রেতাকে প্রায় ২৫ হাজার টাকা ভ্যাট দিতে হয়। কিন্তু যে দোকানে মেশিন নেই, সেখানে ভ্যাট দিতে হয় না। ফলে যেসব ব্যবসায়ী ইএফডি মেশিন ব্যবহার করছেন, তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে ভ্যাট-সংক্রান্ত চলমান জটিলতা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েও এনবিআরের কাছ থেকে সাড়া না পাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে ব্যবসায়ীরা পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো-
১. খুচরা পর্যায়ে আরোপিত সব ভ্যাট উৎস পর্যায়ে আদায় করতে হবে।
২. ইএফডি মেশিনের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।
৩. সরবরাহকৃত ইএফডি মেশিনের কার্যক্রম বন্ধ করতে হবে।
৪. ব্যবসায়ীদের নিকট ইএফডি মেশিন বিক্রয়ের অশুভ পাঁয়তারা বন্ধ করতে হবে৷
৫. ভ্যাট আদায় সহজ করতে হবে।
টাইলস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা এসব দাবি পূরণ না হলে আগামী সপ্তাহের মধ্যে কঠোর কর্মসূচির দেওয়ার হুঁশিয়ারি দেন বাংলাদেশ।
Discussion about this post