রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার। সে জন্য খোলা বাজারে টিসিবি’র পণ্য বিক্রির পরিমাণ ডাবল করা হবে। জানিয়েছেন,বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি আরো জানান , রমজানে পণ্য ক্রয় যাতে মানুষের সাধ্যের মধ্যেই থাকে সে জন্য বাজার মনিটরিং বাড়ানো হবে।
পরে বিকেলে মন্ত্রী লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল, হ্যান্ড স্যানিটাইজার ও গাছের চারা বিতরণ করেন।
রোটারী ক্লাবের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু প্রমুখ।