বেড়েই চলেছে করোনার প্রকোপ।বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না। ফলে আগামী সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে মাসব্যাপী এ মেলার পর্দা নামছে।
মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা বলেছেন, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠান সময় বাড়ানোর জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করেনি। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় মেলার সময় বাড়ানোর কোনো নির্দেশনা দেয়নি। সুতরাং, মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না।
মেলার সময় বাড়ানো হত বিগত বছরগুলোয় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের আবেদনে। তবে এ বছর করোনার বাড়ন্ত পরিস্থিতিতেও মেলার আয়োজন অব্যাহত রাখা হয়।যদিও পারিশ জানিয়েছিল কোভিড পরামর্শক কমিটি মেলা বন্ধ করা নিয়ে।
মেলার বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক ও ইপিবির সচিব ইফতেখার আহমেদ গণমাধ্যমকে জানান, আমরা মেলা শেষ করার প্রস্তুতি নিচ্ছি। মেলার সময় বাড়ানো নিয়ে আমাদের কাছে সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। আর অন্য কেউও সময় বাড়ানোর আবেদন করেনি। তাই মেলা নির্ধারিত সময়েই শেষ হচ্ছে। আমরাও চাচ্ছি মেলার সময় আর না বাড়ুক।