প্রায় প্রায় ৫০ লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে ২১ দিনে। এ তথ্য জানা গেছে,রাজধানীর পূর্বাচলে বাণিজ্যমেলায় অবস্থিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব) এর অস্থায়ী অফিস থেকে।
২১ জানুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে। কিছু দোকানদার ভ্যাট দিয়েছে সেগুলোর চালান আমরা পাইনি, আজ পেয়ে যাব।
তিনি বলেন, মেলায় জনতা ও ইসলামী ব্যাংকের শাখা রয়েছে। এ প্রথম অনলাইনে চালান সংগ্রহ হচ্ছে। এটা আগে ম্যানুয়ালি হতো।
সূত্র জানা যায় ,এবারের ইসলামী ব্যাংকের স্টলে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এ স্টলে নিয়মিত জমা দিতে পারছেন। তবে যেসব প্রতিষ্ঠান এখনো কোনো ভ্যাট পরিশোধ করেনি তারা শেষ দিনের মধ্যে হলেও করবেন। ভ্যাট পরিশোধ না করলে মেলা শেষে তাদের মালামাল জব্দ করা হবে।
Discussion about this post