আবারো ১ শতাংশ পড়ে গেছে দুই সপ্তাহের ধীর গতির পর আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সোনার দাম।
এদিন স্পট গোল্ডের দাম সর্বনিম্ন ১ হাজার ৭৯০ দশমিক ২০ ডলারে নেমে আসে। তবে আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কমে স্পট গোল্ডের প্রতি আউন্স ১ হাজার ৭৯৪ দশমিক ৩০ ডলারে অবস্থান করছে। এদিকে মার্কিন গোল্ড ফিউচার ২ শতাংশ কমে ১ হাজার ৭৯৩ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে বলে জানা যায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে।
রয়টার্সের করা জরিপ বলছে, ২০২২ ও ২০২৩ সালে সোনার দাম আরও কমবে। কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বাড়তি উত্তেজনার প্রভাবে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিগত ১০ সপ্তাহে সর্বোচ্চ থাকার পর বুলিয়ানের দর ৩ শতাংশেরও বেশি কমেছে।
রূপার দাম সেপ্টেম্বরের শেষের দিকের দরের তুলনায় একদিনের সবচেয়ে বড় পতনের আশঙ্কায় ছিল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্পট সিলভারের দর ৩ দশমিক ৩ শতাংম কমে আউন্স প্রতি ২২ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে।
অপর মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দর শূন্য দশমিক ৯ শতাংশ কমে আউন্স প্রতি ১ হাজার ২২ দশমিক ১৫ ডলারে অবস্থান করছে।
ধাতুটির দর ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭২ দশমিক ২০ ডলারে অবস্থান করছে।
Discussion about this post