ভিন্ন ধরনের সবজি কুয়াশার কারণে ফলন কমের দোহাই দিয়ে খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে।
মাঘের তীব্র শীতে কাঁচাবাজারে দেখা মেলে সব ধরনের সবজি। ময়মনসিংহ নগরীর এ মেছুয়া বাজারে সারাবছরই খুচরা ও পাইকারি শাকসবজি কেনাবেচা হয়। তবে শীতকালীন বাজার থাকে জমজমাট।
তবে কুয়াশার কারণে ফলন কম হওয়ায় এ বছর বেশির ভাগ সবজির দামই কিছুটা বেশি। তাই সবজি কেনায় ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা।
ক্রেতারা বলেন, এখন বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি। শিম গত বছর ৮০ টাকা পাল্লা বিক্রি করেছি, এবার ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা তা কিনে খেতে পারছি না।
বেগুন ও শসা বিক্রি হচ্ছে চড়া দামে। কেজি প্রতি শসার খুচরা মূল্য ৮০ টাকা, আর বেগুন ৬৫ থেকে ৮০ টাকা। তবে শীতকালীন ফলন বেশি হওয়ায় কেজি প্রতি মাত্র ২০ টাকায় মিলছে টমেটো। এ ছাড়া কাঁচা মরিচের বাজারেও নেই তেমন ঝাঁজ। তবে অন্যান্য সবজির মধ্যে ফুলকপি, শিম, করলার বাজার কিছুটা বাড়তি।
বিক্রেতারা জানান, বিক্রেতারা জানান, শসা আগে ৩০ টাকা কেজি ছিল। এখন ৫৫ থেকে ৬০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এখন আমদানি কম হওয়ায় বেগুন, শসার দাম একটু বেশি।
মেছুয়া বাজার সবজি ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেছেন, যে সবজি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হতো। তা এখন ২০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান ,সব ধরনের শীতকালীন সবজি আরও দেড় থেকে দুই মাস বাজারে মিলবে।