চট্টগ্রামের ফিশারিঘাটে ভরা মৌসুম না হলেও দেখা মিলছে দেড় থেকে দুই কেজি ওজনের বড় রুপালি ইলিশ। দামও নাগালের মধ্যে।
এ মাছ বঙ্গোপসাগরের নোয়াখালী ও কক্সবাজার এলাকায় হঠাৎ জেলেদের জালে ধরা পড়ছে।
এক-একটি ইলিশ দেড় থেকে দুই কেজির মতো। মৌসুম ছাড়াই এত বড় ইলিশ বাজারে পাওয়ার কথা না। তাইতো চট্টগ্রামের এ ফিশারিঘাটের প্রতি ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বেড়েছে!
ছোটো আকৃতির কিছু ইলিশ বাজারে দেখা গেলেও তাতে ক্রেতা-বিক্রোতাদের আগ্রহ কম। প্রকারভেদে এগুলো কেজিতে বিক্রি হচ্ছে দুই থেকে তিনশ’ টাকায়।
বঙ্গোপসাগর থেকে ট্রলার ভর্তি সামুদ্রিক মাছ আর খুলনা, সাতক্ষীরা ও টেকনাফসহ নানা এলাকা থেকে ট্রাকে ট্রাকে মাছ আসে এ বাজারে।
তাছাড়া আগ্রহ রয়েছে চিংড়ি মাছের। ছুটির দিনে বন্ধের থাকায় এবং বিয়ে সহ নানান অনুষ্ঠান থাকার কারণে চাহিদা ছিলো চিংড়িরও। জেলিমুক্ত চিংড়ির চাহিদা ক্রেতাদের।
Discussion about this post