বাগেরহাটের মৎস্য অবতরণ কেন্দ্র সব ধরনের সামুদ্রিক মাছের বেচাকেনায়। তবে শীতের কারণে কিছুটা কম সরবরাহ।বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে কুয়াশার মধ্যেই আশপাশের জেলা থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন।
প্রচণ্ড শীতে ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছের সরবরাহও কিছুটা কম। তবে ঢেলা, চ্যালা, জাবা, পোয়া, লইট্যা, কলম্বো, চন্দনা, টেংরাসহ নানা মাছের সরবরাহ চোখে পড়ার মতো।
ক্রেতারা জানান,এক কেজি ওজনের ইলিশ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। এ ছাড়া জাবা ও পোয়াসহ অন্য মাছ ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে দাম নাগালের মধ্যে রয়েছে।
মাছের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতারা জানান, দাম একদম কম। ৪০০ গ্রামের ইলিশ মাছ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুব ভোরের এ বাজারে আসি মাছ কিনতে, পরে তার হাটে ঘাটে বিক্রি করি।
মৎস্য আড়তের নেতা জানান,সাগরের মাছের সরবরাহ কিছুটা কম হলেও পাইকারি মাছের এই হাট সবসময় সরগরম থাকে।
বাগেরহাটের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেছেন,বিভিন্ন প্রজাতির মাছ সকাল বেলায় বিক্রি হয়। এখানে প্রচুর পরিমাণ পাইকার আসে।