মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিসিক শিল্পনগরী নানা সমস্যায় জর্জরিত। অচল প্রায় প্লটের দাম বৃদ্ধি ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের অভাবে।
তবে কর্তৃপক্ষ জমি বরাদ্দসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের নেওয়ার আশ্বাস দিয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক বিসিক শিল্পনগরী মৌলভীবাজারের শিল্পোদ্যোক্তাদের চাহিদার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় গড়ে তোলা হয়।
বিসিক কর্মকর্তাদের জন্য নির্মিত একাধিক অফিস বিল্ডিং, পাম্প হাউস ও পাম্প ড্রাইভারস কোয়ার্টার, ডাম্পিং ইয়ার্ড, মসজিদ, পুকুরসহ অন্যান্য সুবিধা সংবলিত দৃষ্টি নন্দনভাবে তৈরি করা হয় এ নগরী। এ ছাড়া পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে।
আকৃষ্ট করা যাচ্ছে না শিল্পোদ্যোক্তাদের প্রচার-প্রচারণার অভাবে।নেই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেছেন, মাত্র একজন প্রহরী আছেন। ভবনটি ভালো। তবে এতে একজন প্রহরী ছাড়া কোনো জনবল নেই। যার জন্য আগ্রহী শিল্পোদ্যোক্তারা এসে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেন না। আমি অনুরোধ করব, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করা। যাতে খুব তাড়াতাড়ি এ শিল্পনগরীটি আমাদের ফলপ্রসূ হিসেবে কাজে আসে। ক্ষুদ্র শিল্প ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপকৃত হয়।
তবে উদ্যোক্তাদের জমি কেনায় আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথা জানান সংশ্লিষ্টরা।
মৌলভীবাজার শ্রীমঙ্গলের অতিরিক্ত শিল্পনগরী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার, সেমিনার, উদ্যোক্তা এবং কর্মশালার মাধ্যমে তাদের আগ্রহী করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বিসিক শিল্পনগরীর শ্রীমঙ্গলের জনপদ এখনও পুরোপুরি সেটআপ দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই তা পুরোপুরি সেটআপ দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, এখানে ক্ষুদ্র কুটির শিল্পের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যাতে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, শ্রীমঙ্গলে ১২২টি প্লটের শিল্পনগরী গড়ে তুলতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করা হয়।
Discussion about this post