দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও কয়েকদিন বাড়ানোর।
তারা বলছেন, পূর্বাচলে প্রথমবারের মতো আয়োজিত মাসব্যাপী মেলায় প্রত্যাশিত বিক্রি হয়নি। শেষদিকে এসে ক্রেতা টানতে দোকানগুলোতে দেওয়া হচ্ছে নানা রকম মূল্যছাড়। তাই সময় বাড়ালে বেচাকেনা বাড়তে পারে।
ক্রেতা আকর্ষণের চেষ্টা আখেরি অফার, রাজকীয় অফার, ফাটাফাটি অফার- এমন নানা অফারে শেষ সময়ে।
দোকানিরা জানান ,মেলার শুরুর দিকে দাম কিছুটা বেশি থাকলেও, শেষদিকে বিক্রি বাড়ার আশায় দামে আরও কিছুটা ছাড় দিচ্ছেন বিক্রেতারা। তবুও আশানুরূপ বিক্রি হচ্ছে না।
এ বিষয়ে দোকানিরা বলেন, আমরা যেমনটা আশা করেছিলাম, বিক্রি ততটা হয়নি। তবে যদি মেলার সময় আরও কিছু দিন বাড়ানো হয় তাহলে আমাদের বিক্রি বাড়বে। তবে অন্যান্য সময়ের তুলনায় এবারের বেচাকেনা অনেক খারাপ।
পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা থেকে শুরু করে রকমভেদে কয়েক হাজার টাকা দামের ব্লেজার বিক্রি হচ্ছে বাণিজ্য মেলায়।
দামে খুশি ক্রেতারা। তারা জানিয়েছেন, একটা ব্লেজার বানাতে ৪ থেকে ৫ হাজার টাকা লাগবে, তবে এখানে এক হাজার ৫০০ থেকে ২ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে, তাই নিচ্ছি।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা মাসব্যাপী বাণিজ্য মেলা ৩১ জানুয়ারি শেষ হবে।
কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ দিকে করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর বন্ধের সুপারিশ করেছে।
তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, রাজধানীর পূর্বাচলে চলমান বাণিজ্য মেলা বন্ধের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। স্বাস্থ্যবিধি অনুসরণে ভ্রাম্যমাণ আদালতও চলছে।