নগরীর চান্দগাঁও আবাসিকের (এ/বি)- ব্লক সংযোগ সড়কের কালু শাহ মাজার সংলগ্ন একটি কোয়েল পাখির খামার রাতের আঁধারে খাঁচা সহ অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ঘটনা সুত্রে জানা যায়, ভূমির মালিক জয়নাব বেগমের ছেলে বিগত তিন বছর আগে ‘জয়নাব এগ্রো’ গড়ে তুলেছিলেন একটি কোয়েল পাখির খামার।
গত ২৩ ডিসেম্বর শুক্রবার গভীর রাত আনুমানিক ২ ঘটিকায় প্রায় ২৫০০ টি কোয়েল পাখি খাঁচা সহ সংঘবদ্ধ চক্র অন্যত্র সরিয়ে নিয়ে রাতারাতি কিছু মহিলাকে কথিত ভাড়াটিয়া হিসেবে উক্ত খামারে প্রবেশ করিয়ে একপ্রকার জবর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।
জোরপূর্বক রাতের আঁধারে হোল্ডিং নং ২৮৮৭/এ, গাজীউর রহমান ও সাজ্জাদের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল সংঘবদ্ধ চক্র রাত ১টার দিকে উক্ত খামারে প্রবেশ করে। খামারের দায়িত্বে নিয়োজিত থাকা শেফায়েত হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে বেধে রাখা হয় এক নির্জন স্থানে। সংঘবদ্ধ চক্রটি খামারে থাকা সকল কোয়েল পাখি, খাদ্য, খাচা, সহ আই.পি.এস, ৫টি সিসি টিভি ক্যামেরাসহ সর্বমোট ৫,০৬,৩২৫/- টাকার মালামাল আসামীগণ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে একটি মামলা করা হলেও এখনও পর্যন্ত কোনো মালামাল উদ্ধার কিংবা কাউকে আটক করা হয়নি বলেও জানান ভুক্তভোগীরা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ খামার মালিক জানান, তারা এঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যমে একের পর এক হুমকি’র মুখে রয়েছেন।