মানিকগঞ্জ সদরের তরা ঘাটে পাওয়া যাচ্ছে পদ্মা-যমুনাসহ বিভিন্ন নদ-নদীর নানা প্রজাতির মাছ। তবে বৃষ্টির কারণে কেজিতে মাছের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।
প্রতি কেজি কই ৪০০ থেকে ৪২০ টাকা, শোল ৩০০ থেকে ৩২০ টাকা, মলা ১৬০ থেকে ১৯০ টাকা, রয়না ৪২০ থেকে ৪৩০ টাকা, ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা, বড় রুই ১৮০ থেকে ২১০ টাকা, বোয়াল ৭০০ থেকে ৭২০ টাকা, টাটকিনি ২০০ থেকে ২২০ টাকা, বাটা ১৩০ থেকে ১৪০ টাকা এবং চিতল ৪০০ থেকে ৪২০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।
আড়তে মাছের সরবরাহ ভালো। তবে খারাপ আবহাওয়ার কারণে আড়তে মাছের দাম কমেছে। কই, শোল, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা দেশিয় মাছ কেজিতে কমেছে ১৫ থেকে ২০ টাকা। এতে ক্রেতারা সন্তুষ্ট হলেও হতাশ ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, সব ধরনের মাছ বাজারে আছে। তবে বৃষ্টির কারণে মাছ ধরতে পারিনি। এতে মাছের দাম কমে গেছে।
এদিকে রাতভর টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে। ফলসরূপ পানি নিষ্কাশনসহ নানা সমস্যায় জর্জরিত আড়ত।
এ বিষয়ে তরা ঘাট মৎস্য আড়ত সমিতির সভাপতি ভোলানাথ সরকার বলেছেন, বাজারে বৃষ্টির কারণে হাঁটা যাচ্ছে না। অনেকে পিছলে পড়ে গেছে। সরকার যদি ওপরে একটি চাল দিয়ে দিত আর ড্রেনেজ ব্যবস্থাটি ঠিক করে দিত, তাহলে আমাদের জন্য বেশ সুবিধা হতো।
Discussion about this post