ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা সব পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে এই মানববন্ধন করেন।
কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা জানান, অবিলম্বে সব পরীক্ষা চালু করা না হলে।
তাদের দাবি, বাণিজ্য মেলা এবং বিভিন্ন শপিংমল খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক।
২১ জানুয়ারি পর্যন্ত ৬টি পরীক্ষা শেষ হওয়ার পর তিনটি পরীক্ষা বাকি থাকতে সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে সেশনজটসহ শিক্ষা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিক্ষার্থীদের।