উন্নতমানের উপকরণ আধুনিক যুগে কৃষি কাজে ব্যবহার হচ্ছে।হারিয়ে যাওয়ার পথে শাবল, কোদাল, দা, জোয়াল, ঢালু ও মইসহ পুরনো কৃষি সহায়ক পণ্যগুলো।শিক্ষার্থীদের নিয়ে লক্ষ্মীপুরে কৃষিপণ্য মেলার আয়োজন করা হয়েছে এসব পুরনো কৃষি উপকরণ ও কৃষি পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ।
মেলায় কৃষিপণ্য ও উপকরণ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা শতাধিক স্টল বসিয়েছে। তা দেখতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কৃষির কোনো বিকল্প নাই। দেশকে উন্নত করতে শিক্ষার্থীরাই এতে মূখ্য ভূমিকা রাখতে পারে। এই কৃষিপণ্য মেলা শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
পুদিনাপাতা, থানকুনি, সজনে, লেটুস ও বটিপাতা, ঢেঁকিশাক, কচু, এলিচা শাকসহ ৩০ ধরনের শাক এ স্টলগুলোতে স্থান পেয়েছে।
সেই সঙ্গে মসুর ডাল, মুগ, হেলন, মাশকলাইসহ ২০ ধরনের ডাল। ওল, শালগম, মোচা, কাইঞ্জাল, ডাটাসহ ৫৮ ধরনের সবজি ছিল। জয়ত্রী, লবঙ্গ, জাফরান, জয়ফল, হরতকি, মেথিসহ ৩২ ধরনের মসলা এবং ডুমুর, আপিন, এন্না, শালুক, ভাঙ্গি, শরিফা, বেল, চালতাসহ ৬৫ ধরনের ফল। কৃষি কাজে ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে ছিল লাঙ্গল, কাস্তে, শাবল, কোদাল, দা, জোয়াল, ঢালু ও মইসহ প্রায় ৩০ টি উপকরণ।