ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুতে ক্রেতার খরা থাকলেও শেষ দিকে এসে জমে উঠেছে। বিশেষ করে ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে বাড়তি বেচাকেনায় হাসি ফিরতে শুরু করেছে বিক্রেতাদের মুখে।
মেলাঘুরে দেখা যায়, দেশীয় পোশাক, হস্তশিল্পজাত পণ্য, সাজগোজের সামগ্রী, পাটজাত পণ্য, প্লাস্টিক, মেলামাইন, আসবাব ও কার্পেটসহ ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জামের দোকানে ভিড় বেশি। ব্যাগ-জুতাসহ চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাবার, ইলেকট্রনিক পণ্যের দোকানেও জমজমাট আনাগোনা মানুষের। বিক্রি নিয়ে মোটামুটি সন্তোষ দেখা যায় বিক্রেতাদের মাঝে।
কেউ খুঁজছেন পছন্দের কাশ্মিরী শাল। কেউবা দেখছেন পোশাক। কারো নজর গৃহস্থালির পণ্যে। ছুটির দিন হওয়ায় শুক্রবার (২১ জানুয়ারি) সকাল থেকে বাণিজ্য মেলায় জমে ওঠে বেচাকেনা। মেলায় কেনাকাটা করবে বা ঘুরতে আসা মানুষের কাছে নিজেদের পণ্যের গুণকীর্তনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় বিক্রয় কর্মীদের।
তারা বলছেন, প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে নতুন জায়গায় হয়ত তেমন একটা সাড়া পাব না। কিন্তু সে অনুযায়ী ভালোই সাড়া পেয়েছি। এখন দেখা যাক, সামনের দিনগুলোতে কী হয়।
ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতির বিষয় মাথায় রেখে বাণিজ্য মেলা চলবে রাত ৯টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত।
Discussion about this post