ই-অরেঞ্জের বিনিয়োগকারীরা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন।
বিনিয়োগকারীরা শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে ই-অরেঞ্জ থেকে টাকা ফেরত পেতে এক মানববন্ধনের আয়োজন করে।
প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতারিত হওয়ায় বর্তমানে আর্থিক, পারিবারিকভাবে নানা সংকটে থাকার কথা জানান তারা। এছাড়া শাস্তি দাবি করেন সংশ্লিষ্টদের।
বিনিয়োগকারীরা জানানা,কষ্টে আয় করা টাকা ফেরত পেতে তিনি ঘুরছেন দ্বারেদ্বারে, কখনো দাঁড়াচ্ছেন মানববন্ধনে।
ই-অরেঞ্জে টাকা জমা দেওয়ার মাধ্যম এসএসএল কমার্সে জমা থাকা টাকা প্রমাণসাপেক্ষে বিনিয়োগকারীদের পরিশোধের দাবিও জানান বিনিয়োগকারীরা।