ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী দুই সপ্তাহ পর্যন্ত বর্তমান বাজার মূল্যের চেয়ে প্রতি লিটারে তিন টাকা ছাড়ে সয়াবিন তেল বিক্রির কথা।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বৈঠক ভোজ্যতেলের মূল্য নির্ধারণের কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে। আগামী দুই সপ্তাহ বাজার পর্যালোচনা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দুই সপ্তাহ পরে ভোজ্যতেলের দাম প্রয়োজন হলে বাড়ানো হবে, কমানো দরকার হলে কমানো হবে। আপাতত বাজারে যে দাম রয়েছে, সেই মূল্যই বহাল থাকবে।
গ্রুপের পরিচালক মুহাম্মদ মোস্তফা হায়দার বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়ে যাওযায় ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেওয়া প্রতি লিটার ১৬০ টাকার বোতলজাত তেলের মূল্য বাড়ানোর আবেদন জানিয়েছিল। তবে সরকারি সিদ্ধান্ত ছাড়াই নভেম্বর থেকে প্রতি লিটার সয়াবিন ১৬৮ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তিন টাকা ছাড় দিয়ে আগামী দুই সপ্তাহ পর্যন্ত প্রতি লিটার বোতলজাত তেল ১৬৫ টাকায় বিক্রির কথা জানান তিনি।
Discussion about this post