ক্রেডিট কার্ডের ব্যবহার খারাপ নয়। কিন্তু অবশ্যই যথাযথ সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজনীয়।
বদল এসেছে লেনদেনের প্রক্রিয়াতেও। যুগের সাথে পরিবতন হয়ে বর্তমানে ক্যাশলেস লেনদেনের ওপর জোর দিয়েছেন অনেকে।
তাই বেড়েছে ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা। পরিসংখ্যান বলছে, অতীতের তুলনায় অনেক বেশি জনপ্রিয় হয়েছে ক্রেডিট কার্ড।
শুনতে অত্যন্ত সহজঝামেলা মুক্ত বা সহজ মনে হলে আসলেই ক্রেডিট কার্ড কিন্তু ততটাও সহজ নয়।
বলা যেতে পারে, ক্রেডিট কার্ড যতটা ভালো ঠিক ততটাই খারাপ। ঠিকমতো ব্যবহার করতে না পারলে বা কার্ড ব্যবহারের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে।
দ্রুত পরিশোধ করুন
সময়মতো পরিশোধ করেন না অনেকেই ক্রেডিট কার্ডে বাকি থাকা বিল। মাসের পর মাস ফেলে রাখেন বা প্রদেয় তারিখের জন্য অপেক্ষা করে থাকেন। যার ফলে অনেক ক্ষেত্রেই অজান্তে কাঁধের ওপরে বাড়তি ঋণের বোঝা চাপতে থাকে। মনে রাখবেন, প্রত্যেক ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট প্রদেয় তারিখ থাকে। সেই তারিখ পার হলেই উক্ত কোম্পানির পক্ষ থেকে অতিরিক্ত হারে জরিমানা করা হয়। যার পরিমাণ অনেকটাই।
ক্রেডিট লিমিট নিয়ে সাবধান
গ্ৰাহকদের একটি নির্দিষ্ট ক্রেডিট লিমিট দিয়ে থাকে প্রত্যেক ক্রেডিট কার্ড কোম্পানি। অর্থাৎ কোনো গ্রাহক ক্রেডিট কার্ডের দ্বারা সেই পরিমাণ অর্থের বেশি খরচ করতে পারেন না।
অটো ডেবিটের সুবিধা
অটো ডেবিটের বিকল্প দিয়ে থাকে প্রত্যেক ক্রেডিট কার্ড কোম্পানি।অর্থাৎ ক্রেডিট কার্ডে পেমেন্ট হয়ে যায় একটি নির্দিষ্ট দিনে ব্যাংক থেকে।
অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের বিল মেটাতে ভুলে যান অনেকেই। অটো ডেবিট হয়ে গেলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার সময়মতো পেমেন্ট হয়ে গেলে বাড়তি ঋণের বোঝা থেকেও মুক্তি পাওয়া যায়।
কোনোভাবেই না নগদ টাকা
নগদ অর্থ তোলার বিকল্প দেয় প্রত্যেক কোম্পানি ক্রেডিট কার্ডে। তবে নগদ অর্থ না তোলাই ভালো ক্রেডিট কার্ড থেকে।কারণ কার্ডে নগদ অর্থ তুললেই সুদ চালু হয়ে যায় যা অনেকটাই বেশি।
খেয়াল রাখুন কত টাকা ধার নিচ্ছেন
সর্বদা সতর্ক থাকুন ক্রেডিট কার্ড ব্যবহারের সময়ে। আপনি সহজেই পরিশোধ করতে পারবেন দেখে নিন কত টাকা আপনি ধার নিচ্ছেন এবং সেই টাকা কত দিনে।
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিওর উপরে ক্রেডিট কার্ডের বিল সঠিক সময়ে মিটিয়ে দিলেও তা কিন্তু আপনার ক্রেডিট স্কোর নেমে যেতে পারে। এটি নির্ভর করে। যে গ্রাহক যত বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও তত বেশি।