বিদেশি পণ্যের স্টল-প্যাভিলিয়নে বেশি ভিড় লেগেই থাকে বাণিজ্য মেলার দৃষ্টিনন্দন। তবে মানে ভালো হওয়ায় দাম নিয়ে নেই ক্রেতাদের কোনো অভিযোগ।
তুরস্কের বাতিঘর বরাবরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আলাদাভাবে নজর কাড়ে। এখানে মেলে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি তৈজসপত্র, গহনা এবং ঘর সাজানোর নানা উপকরণ।
তুরস্কে হাতে তৈরি এ ল্যাম্প নিয়ে বিক্রেতারা বলেছেন, ল্যাম্পগুলো মূল্য ৪ হাজার থেকে ১ লাখ টাকা। আমরা তুরস্কের হাতে তৈরি জিনিস নিয়ে এসেছি। বেচাকেনা বেশ ভালো হচ্ছে।
এ দিকে জুতা, পোশাক-পরিচ্ছদ, শাল কিংবা গৃহস্থালি উপকরণ- ভিনদেশি সব পণ্যই আগ্রহ নিয়ে দেখেন মেলায় আসা দর্শনার্থীরা। বাসস্থানে আভিজাত্যের ছোঁয়া দিতে বিদেশি কার্পেটের খোঁজে আসেন অনেকে। শুরু থেকে বেচাকেনাও ভালো এসব স্টল-প্যাভিলিয়নে।
ক্রেতারা জানান, অনেক অন্যন্য স্টাইল এবং ডিজাইন রয়েছে। তাই এগুলো বেশ পছন্দ।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, এবারের মেলায় ৮ দেশের ১১টি স্টল-প্যাভিলিয়নে মিলছে বিদেশি পণ্য।