৫-১০ টাকা বেশি দামে ১৫ টাকার এক বোতল পানি বিক্রি হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনামূল্যে খাবার পানি সরবরাহের কোনো বুথব্যবস্থা রাখেননি আয়োজকরা। দর্শনার্থীরা ১৫ টাকার এক বোতল পানি বিক্রি হচ্ছে ৫-১০ টাকা বেশি দামে। এতে ভোগান্তিতে পড়ছেন।
প্রতিদিন হাজার হাজার মানুষ সমাগম হয় মেলায়। তারপরও মেলা প্রাঙ্গণে নেই বিনামূল্যে খাবার পানি সরবরাহের ব্যবস্থা। ১৫ টাকার এক বোতল পানি এখানে বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়। অর্থাৎ মেলায় এসে ১০০ টাকার পানি কিনলে বাড়তি দিতে হচ্ছে ৩৩ থেকে ৬৭ টাকা।
ক্রেতা-দর্শনার্থীরা জানিয়েছেন, এখানে মান অনেক খারাপ এবং দামও অনেক বেশি। বেশি মূল্য পানি কিনতে হয়। গরমের কারণে অনেকের শরীর খারাপ হয়ে যায়। তাই এখানে পানির ব্যবস্থা থাকলে ভালো হতো।
খাবার বিক্রেতারা বলেছেন, পানি এবং পানীয় জাতীয় খাবারের মূল্য আমরা একটু বেশি রাখছি। পানির দাম হচ্ছে ২৫ টাকা। কিন্তু এখানে অনেকেই ২৫ টাকা দিয়ে পানি খাবে না।
আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, বাণিজ্যিক কারণেই খাবার পানি, চিপস, আইসক্রিমসহ ৫টি পণ্য বাড়তি দামে বিক্রির সুযোগ দেওয়া হয়েছে।
মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, নতুন ভেন্যু হিসেবে আমরা এখনো ঠিক বুঝে উঠকে পারিনি, কোন কোন সেবা বিনামূল্যে দিতে পারি বা কোন কোন সেবার পরিসর বাড়াতে পারি। এবার আমরা বুঝলাম, আগামীতে আলাদাভাবে বিনামূল্যে পানির বুথ করতে পারব। আগামী বছর ১৫ টাকার পানি ১৫ টাকাই করা হবে।