এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ দেখা দিয়েছে কিশোরগঞ্জের বিভিন্ন পোল্ট্রি খামারে। অনেক খামার এতে ক্রমাগত লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে গেছে।হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন শিল্পের সঙ্গে জড়িত।
জেলা প্রাণিসম্পদ বিভাগ এদিকে পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে।লোকসানের মুখে বন্ধ হয়ে পড়েছে শত পোলট্টি খামার। হঠাৎ করেই পোলট্রি খামারে ছড়িয়ে পড়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ।
মরছে হাজার হাজার মুরগি বিশেষ করে বাজিতপুর ও কুলিয়ারচরে বড় বড় খামারে এ সংক্রমণে। কয়েক লাখ মুরগি গত এক মাসে এ দুই উপজেলার শতাধিক ফার্মে সংক্রমণে মারা গেছে।
এ বিষয়ে খামার মালিকরা বলেছেন, প্রতিষেধকমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোনোভাবেই আমরা এর কোনো প্রতিকার বের করতে পারিনি। ফার্মে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকার ওপর ক্ষতি হয়েছে।প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে প্রতিষেধক ব্যবস্থা নিয়েও মুরগি বাঁচানো যাচ্ছে না।
গত নভেম্বরের প্রথমদিকে বাজিতপুরের স্বপ্ন এগ্রোফার্ম পোলট্রি খামারে হঠাৎ করে লেয়ার মুরগির মড়ক দেখা দেয়। সেখান থেকে মরা মুরগির ময়নাতদন্ত করে মিলেছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অস্তিত্ব।
জেলা প্রাণিসম্পদ বিভাগ খামারিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে।