ভালো ফলনে খুশি চাষিরা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার সাগরপাড়ে তরমুজ চাষে ভালো ফলন। তারা বলছেন, আগাম চাষে মুনাফাও বেড়েছে। আর মাঠে গিয়ে নানা পরামর্শ দেওয়ার কারণে এবার একরপ্রতি লাখ টাকার বেশি মুনাফা পাবেন চাষিরা বলে আশা কৃষি অফিসারের।
এক একটি সবুজ তরমুজ ক্ষেত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে সমুদ্রের তীর ঘেঁষে।
নানা আকৃতির তরমুজ লতার ভাঁজে ভাঁজে। চাষিরা ব্যস্ত ক্ষেতে এখন পানি দেওয়ার পাশাপাশি পরিচর্যার কাজে।
তারা বলছেন, অসময়ে বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে।
চাষিরা জানান, এ তরমুজ গাছ থেকে আড়াই থেকে তিন মাসের মধ্যে ফলন পাওয়া যায়।
কিছুটা উচ্চমূল্য হলেও ক্রেতাদের রয়েছে চাহিদা।
বিক্রেতারা বলছেন, তরমুজের দাম আছে মোটামুটি। আনুমানিক কেজি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
টেকনাফের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম বলেন, মাঠে গিয়ে চাষিদের নানা পরামর্শ প্রদানের কারণে এবার আগাম তরমুজ চাষে ভালো ফলন হয়েছে এবং চাষিরাও লাভবান হচ্ছে
Discussion about this post