ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ই জনুয়ারি ২০২২ইং রোজ মঙ্গলবার কেন্দ্রীয় মাধ্যমিক স্কুল মাঠে বিকাল ৩ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ৷
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম,শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ও তৈয়ব আলী, উপজেলা সহকারি মৎস্য অফিসার আব্দুল জলিল,প্রধান শিক্ষক রুহুল আমিন ও আবু শাহানশাহ ইকবাল,সাংবাদিক,অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক কুসমত আলী প্রমুখ ৷
উক্ত মেলায় রানীশংকৈল ডিগ্রী কলেজ, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ,গাজিরহাট ডিগ্রী কলেজ,পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়,নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়,আবার তাকিয়া মাহম্মুদিয়া কামিল মাদ্রাসা, কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়,কাদিহাট উচ্চ বিদ্যালয়,কাতিহার উচ্চ বিদ্যালয় থেকে প্রদর্শনী স্টুল দেওয়া হয়৷