জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার পুনরুদ্ধারে কোনো প্রভাব ফেলবে না কঠোর সরবরাহ ব্যবস্থা, করোনাভাইরাসের ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকা সংক্রমণ এবং ওমিক্রনের বিস্তার।
এ আশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর মঙ্গলবার (১১ জানুয়ারি) ব্যারেল প্রতি ৮২ ডলার উঠে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনের তথ্যমতে, ব্রেন্ট ক্রুড ৮৮ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮১ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। এটি আগের সেশনে ১ শতাংশ হ্রাস পেয়েছিল। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দর সোমবার (১০ জানুয়ারি) শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পাওয়ার পর, মঙ্গলবার ৯৫ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ১৮ ডলারে অবস্থান করছে।
৫০ শতাংশ বেড়েছে ২০২১ সালে ব্রেন্টের দাম এবং বিনিয়োগকারীরা দেখতে পাচ্ছেন, এটি ২০২২ সালে আরও বাড়বে। কারণ ওমিক্রন তেলের চাহিদার ওপর তেমন একটা প্রভাব ফেলতে পারে নি। সেই সঙ্গে অপেক এবং এর মিত্রদের নিয়ে গঠিত অপেক+, ধীরে ধীরে ২০২০ সালের রেকর্ড আউটপুট কাট সহজ করছে।