শীতকালীন সবজির সরবরাহ ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারগুলোতে বেড়েছে। লোকসানের অভিযোগ কৃষকের শীতকালীন এসব সবজির ভালো দাম পেলেও আলু ও মূলা কম দামে বিক্রি হওয়ায়।
জেলা সবচেয়ে বড় পাইকারি বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে উত্তর জনপদ ঠাকুরগাঁওয়ের কৃষকরা শীত উপেক্ষা করে ভোর থেকেই নানা জাতের সবজি নিয়ে হাজির হন। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, টমেটো, শিম, লাউসহ সবরকম সবজি সাজিয়ে হাঁকডাকে শুরু হয় কেনাবেচা। শীতকালীন এসব নানা জাতের সবজি ক্রয়ে ছুটে আসেন স্থানীয়সহ দূর-দূরান্তের পাইকার ও ক্রেতারা।
এ বাজারে প্রতি কেজি নতুন আলু ৭ থেকে ১৪ টাকা, শিম ১২ থেকে ২০ টাকা, বেগুন ১৭ থেকে ২০ টাকা, মূলা ৪ থেকে ৬ টাকা, ফুলকপি ২২ থেকে ২৪ টাকা, বাঁধাকপি ৭ থেকে ৮ টাকা, টমেটো ২০ থেকে ৩০ টাকা, মিস্টি কুমড়া ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। এবং অন্যান্য শাক সবজি প্রকারভেদে ৪ থেকে ৬ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে তারা বলেছেন, সবজি তো প্রচুর সরবরাহ হচ্ছে। এবং কৃষক ভালোই দাম পাচ্ছে। এক কেজি আলু উৎপাদন করতে আমাদের ১২ থেকে ১৪ টাকা খরচ হচ্ছে। তবে বাজারে আমরা আলু বিক্রি করছি ৭ থেকে ১০ টাকা দরে। আলু উৎপাদন করে বর্তমান বাজারে ৮ থেকে ১৫ হাজার টাকার লোকসান হচ্ছে।
এ দিকে ক্রেতারা বলছেন, শুধু মূলা ও আলুর দাম কম। বাদ বাকি সব সবজির দাম বেশি।