পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর অনুষ্ঠিত হচ্ছে।
তবে মেলার ৭ম দিনেও ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা আশানুরূপ পাচ্ছেন না বলে দাবি দেশি-বিদেশি পণ্য বিক্রেতাদের। ক্রেতা-দর্শক কম হওয়ার কারণ হিসেবে দেখছেন তারা এবারের মেলা ঢাকা শহর থেকে একটু দূরে হওয়ায়।
কাশ্মীরী শাল বিক্রেতা নিপু জানিয়েছেন, মেলায় আগের কয়েকদিন ক্রেতা কম ছিল। দর্শকই বেশি। শুধু দেখছে, খুব কম মানুষই কিনছে। বেচাকেনা একদম ভালো না। তবে আশা করি বিকেলে ক্রেতা বাড়াবে।
শুক্রবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৭ম দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা দর্শনার্থীর সমাগম বৃদ্ধি পাচ্ছে। বছরে প্রথম সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বাড়ার আশা করলেও তা আশানুরূপ পাচ্ছেন না পণ্য বিক্রেতারা। তবে বেলা আরও গড়ালে এবং মেলার মাঝামাঝি সময়ে বেচাকেনা বাড়ার আশা তাদের।
এদিকে মেলায় অংশ নেওয়া বেশিরভাগ বিক্রেতার অভিযোগ মেলার অবস্থান ঢাকা শহর থেকে দূরে হওয়ায় ক্রেতা দর্শনার্থী কম। আর যারা মেলায় আসছেন তারা একবারের বেশি আসছেন না।