খুঁজতে হবে না মানিব্যাগের টাকা রিকশা থেকে নেমেই।রিকশা চালককেও ভাংতির জন্য চিন্তা করতে হবে না। ক্ষুদ্র লেনদেনে নতুন এ দিগন্তের সূচনা করেছে, ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে রাজধানীর ধানমন্ডি এলাকায় নতুন এ সেবা চালু করেছে মোবাইলে।
ট্যাপের হেড অব কপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান বলেন, এ নতুন সার্ভিস চালু করায় রিকশাচালকরা প্রতিটি যাত্রীর ভাড়ার সঙ্গে ট্যাপ থেকে অতিরিক্ত ১০ টাকা বোনাস পাবেন। যে কোনো ট্যাপ এজেন্ট থেকে সেটা ক্যাশ আউট করে নিতে পারবেন। এ ছাড়া যাত্রীরাও ট্যাপ-এ পেমেন্ট করে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। এ অফারটি ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রায় ১৫ লাখ রিকশা চলাচল করে রাজধানীর অলি-গলি রাজপথে বৈধ-অবৈধ মিলিয়ে।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৫ সালের তথ্যমতে, ঢাকার ৪০ শতাংশ মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার ওপর নির্ভরশীল।
ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ এ বিষয়টি মাথায় রেখে যাত্রীরা যাতে রিকশা ভাড়া মোবাইলে পরিশোধ করতে পারেন তার উদ্যোগ নিয়েছে।শনিবার (৮ জানুয়ারি) রাজধানী ধানমন্ডি এলাকায় নতুন উদ্যোগের অংশ হিসেবে তিন শতাধিক রিকশাচালককে একটি করে কিউআর কোড সংবলিত কার্ড দেওয়া হয়েছে।
রিকশাচালকের ট্যাপ ওয়ালেটে ভাড়া দিতে পারবেন যাত্রীরা ট্যাপ অ্যাপ দিয়ে স্ক্যান করে। লেনদেন সম্পন্ন হয়েছে কিনা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে।
ট্যাপের হেড অব কপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান বলেন, এ নতুন সার্ভিস চালু করায় রিকশাচালকরা প্রতিটি যাত্রীর ভাড়ার সঙ্গে ট্যাপ থেকে অতিরিক্ত ১০ টাকা বোনাস পাবেন। যে কোনো ট্যাপ এজেন্ট থেকে সেটা ক্যাশ আউট করে নিতে পারবেন। এ ছাড়া যাত্রীরাও ট্যাপ-এ পেমেন্ট করে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। এ অফারটি ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।
ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের পরিচালক হুমায়রা আজম বলেছেন, তৃণমূল পর্যায়ে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্যাপ এ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। তৃণমূল পর্যায়ে এ সেবা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা মনে করছি।
পরীক্ষামূলক কার্যক্রম শেষে শিগগিরই এ সেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চায় ট্রাস্ট আজিয়াটা পে।
Discussion about this post