পাইকারি বাজার গুলোতে বেড়েছে শীতকালনি সবজির সরবরাহ। সরবারহ বাড়লেও দাম নিয়ন্ত্রণে আসছে শীতকালীন সবজির। নিম্ন আয়ের মানুষ দাম বাড়ার ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
আড়তদারদের দাবি দূরদূরান্তের পাইকারের চাপ থাকায় সবজির দাম চড়া।পাইকারি সবজির বাজার ভোরের আলো ছড়িয়ে পড়ার আগেই সবজি বিক্রির হাঁকডাকে সরগরম নাটোর শহরের।
সবজির সরবরাহ ভালো। তবুও ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজরসহ নানা ধরনের শীতকালীন সবজির দাম রয়েছে চড়া।
বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ২২ থেকে ২৫ টাকা পিস, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি, গাজর ১৮ থেকে ২২ টাকা কেজি, শিম ৩৫ থেকে ৪৫ টাকা কেজি, মূলা ১৮ থেকে ২০ টাকা কেজি, টমেটো ২৫ থেকে ২৮ টাকা কেজি, লাউ প্রতি পিস ২২ থেকে ২৫ টাকা, বাঁধাকপি পিস ১৪ থেকে ১৮ টাকা, ব্রুকলি ২০ থেকে ২২ টাকা পিস, আলু ১৭ থেকে ১৮ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,বাজারে সবজির ঘাটতি নেই,অথচ দাম আকাশছোঁয়া।
Discussion about this post