‘ওমিক্রন’ দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। বাড়ছে দিন দিন আক্রান্তের সংখ্যা। তৎপর স্বাস্থ্য অধিদফতর করোনার এই ভ্যারিয়েন্টটি নিয়ে। নানা পদক্ষেপ নিচ্ছে সরকার করোনা ঠেকাতে। স্বাস্থ্য অধিদফতর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে বুধবার ৪ জানুয়ারি।
যার একটি হলো, সিনেমা হলে অর্ধেক বা কমসংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।সরে দাঁড়িয়েছে মুক্তির প্রতীক্ষিত থাকা সিনেমাগুলো মুক্তি থেকে নতুন এমন সিদ্ধান্তের পর।
মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্তের বিষয়ে নির্দেশনা পেয়েছি। আমরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিনেমা হল চালাব।
জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে সিনেমা হলগুলোকে আগামী ৭ জানুয়ারি মুক্তির তারিখ নির্ধারণ হলেও সরকারি নির্দেশনার কারণে শানের মুক্তি পিছিয়ে গেছে। রংপুর ও গাজীপুরের সিনেমাটি মুক্তির পোস্টার প্রচার করা হলেও তা নামিয়ে ফেলা হচ্ছে।