রয়টার্স সূত্রে জানা যায়,নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। বাংলাদেশ সময় সোমবার (৩ জানুয়ারি) বিকেল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ বা ৯৫ সেন্ট। এদিন বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৭৮ দশমিক ৭৩ ডলারে।
সোমবার ব্যারেলপ্রতি ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ০৩ ডলার বেড়ে বিক্রি হয় ৭৬ দশমিক ২৪ ডলারে।দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলেরও।দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলেরও।
২০১৯ সালের মাত্রাকেও বিনিয়োগ ব্যাংক ইউবিএসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে চলতি বছরের তেলের চাহিদা ছাড়িয়ে যাবে।
২০২২ সালে ব্রেন্টের দাম উন্নীত হবে ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে। স্বাভাবিকভাবেই বাড়বে ক্রুড এবং তেল জাতীয় পণ্যের দাম।
আগামী মঙ্গলবার (৪ ডিসেম্বর) ফের বৈঠকে বসছে তেল রপ্তানিকারকদের জোট ও এর মিত্র দেশগুলো (ওপেক প্লাস)।এদিকে বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে।