সাবান এমন একটি পণ্য প্রতিদিন ব্যবহার করতেই হয়। অনেকেরই জানা নেই এই সাবান তৈরি হয়েছিল কবে। এর প্রচলন শুরু হয় আজ থেকে ৫০০০ হাজার বছর আগে প্রাচীন ব্যাবিলনে। তবে সে সময় সাবান তৈরি হতো পশুর চর্বি ও গাছের তেল থেকে।
১২ শতাব্দীর শেষের দিকে ব্রিটেনে প্রথম সাবানের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। সে সময় সাবান ছিল খুবই দামি একটি পণ্য, সাধারণত খুব ধনী ছাড়া এটি ব্যবহারের সাধ্য কারও ছিল না। অনেক পরে সাবান সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আসে।
১৭৯১ সালের দিকে ফরাসি সাবান প্রস্তুতকারক নিকোলাস লে ব্লঁ সাবান তৈরির একটি রাসায়নিক প্রক্রিয়া আবিষ্কার করেন।এতে একটি সস্তা পণ্য হিসেবে সাবান পাওয়া যায়।প্রতিটি দোকানের কঠিন ও তরল সাবান, নানা রঙ ও সুগন্ধীতে ভরপুর প্রচুর সাবান কিনতে পাওয়া যায়, আর এ সবই ক্রয়ক্ষমতার মাঝে।
তবে দামি সাবানও রয়েছে বর্তমান বিশ্বে। আড়াই লাখ টাকা বা ২ হাজার ৮০০ ডলার পৃথিবীর সবচেয়ে দামি সাবানের মূল্য। সাবানটি নির্মিত লেবাননের ত্রিপলিতে, বদর হাসান অ্যান্ড সন্স নামে কোম্পানিটির হাতে। সাবানের ব্র্যান্ড ‘দ্য খান আল সাবান’।পৃথিবীর সবচেয়ে দামি এ সাবানে রয়েছে ১৭ গ্রাম ২৪-ক্যারেট স্বর্ণের গুঁড়ো, সামান্য পরিমাণ হীরার গুঁড়ো, খাঁটি অলিভ অয়েল, অর্গানিক মধুসহ অন্যান্য উপাদান।