সোমবার (২৭ ডিসেম্বর) জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা।
ক্রেতাদের আকর্ষণ বেশি ছিল মেলায় রেডি ফ্ল্যাটের প্রতি। এ মেলায় প্রায় ২০০ কোটি টাকার ফ্ল্যাটের বুকিং পেয়েছে মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানগুলো।
রিহ্যাবের আয়োজকদের পক্ষে থেকে সংবাদ সম্মেলন জানানো হয়েছে, এবারের মেলায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট-প্লট ও ওপেন স্পেস বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৮ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে। ১২৫ কোটি টাকার প্লট বিক্রি ও বুকিং হয়েছে। এবং ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বাণিজ্যিক জায়গা বিক্রি ও বুকিং হয়েছে।এ মেলায় ১৯ হাজার ২৩৭ জন ক্রেতা-দর্শনার্থী এসেছেন।
আবাসন মেলা চলেছে রাত ৯টা পর্যন্ত।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেছেন, মেলার আসল উদ্দেশ্য ছিল ব্র্যান্ডিং। মেলায় যেসব ক্রেতা–দর্শনার্থী এসেছেন, সবাই ফ্ল্যাট বা প্লটের ক্রেতা। কেউ হয়তো মেলায় বুকিং দিয়েছেন, কেউ হয়তো পরে কিনবেন। এ মেলা মানুষের মধ্যে আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।