বাংলাদেশ আগামী ১৪ বছরের মধ্যে অর্থাৎ ২০৩৬ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ তথ্য জানানো হয়েছে সম্প্রতি সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে।
বিগত ১০ বছরের হিসেবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশে উন্নীত হতে যাচ্ছে রোববার (২৬ ডিসেম্বর) সিইবিআর তাদের ‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল’ নামক প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে মূলত বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষমতা, ক্রমবর্ধমান আরএমজি (তৈরি পোশাক) চাহিদা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে ১৯১টি দেশের মধ্যে সামনের সারির দিকে থাকবে বলে।
বাংলাদেশ ৪২তম অবস্থানে রয়েছে বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে। আগামী বছরেই এক ধাপ এগিয়ে বাংলাদেশ ৪১তম অবস্থান অর্জন করবে বলে প্রতিবেদনটিতে পূর্বাভাস দেওয়া হয়েছে।
২৪তম অবস্থানে ২০২৬ সাল নাগাদ গিয়ে বাংলাদেশের অবস্থান গিয়ে দাঁড়াবে ৩৪তম স্থানে এবং ২০৩৬ সালে পৌঁছাবে।
এছাড়া ৫৯তম এবং ৪৬তম অবস্থানে ছিল এর আগে ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৫৮তম এবং ২০১১ এবং ২০১৬ সালে বাংলাদেশ যথাক্রমে।
৫৯তম এবং ৪৬তম অবস্থানে ছিল আগে ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৫৮তম এবং ২০১১ এবং ২০১৬ সালে বাংলাদেশ যথাক্রমে।
আগে ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৫৮তম এবং ২০১১ এবং ২০১৬ সালে বাংলাদেশ ।
প্রতিবেদনটিতে দেখানো হয়েছে, বিগত বছরগুলো থেকে বর্তমান সময়ে বাংলাদেশের জিডিপির তুলনায় ঋণের পরিমাণ কম ছিল। এছাড়াও চলতি বছরে বাংলাদেশ যেভাবে ৫.৯ শতাংশ রাজস্ব ঘাটতি সামাল দিয়েছে তার প্রশংসা করে সিইবিআর।
Discussion about this post