৭শ ৮৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হলো দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে সপ্তাহের প্রথম দিন ভারত থেকে। এসব আমদানিকৃত পেঁয়াজের দাম আমদানি বাড়ায় আবারও বন্দর ও আড়তগুলোতে কমেছে। ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমেছে প্রতিকেজি পেঁয়াজের দাম স্থলবন্দরে।
প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকা দলে বিক্রি হয়েছিল গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সপ্তাহের শেষ দিন বন্দরে। তবে রোববার (২৬ ডিসেম্বর) তা কমে ২৩ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তেমন একটা ক্রেতা সমাগম নেই বন্দরে তবে পেঁয়াজের দাম কমলেও।
এই দিকে অনেকটাই লোকসানের মুখে ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করায়।
স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, সরকার নতুন করে পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) বন্ধ রেখেছে। তার পরও ভারত থেকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে। ভারত থেকে বেশি দামে পেঁয়াজ ক্রয় করে হিলি বন্দরে কম দামে বিক্রি করতে হচ্ছে। কারণ বন্দর ও আড়তগুলোতে ক্রেতা অনেকটাই কম।
আমদানিকারক বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার খ্রিস্টান ধর্ম্বাম্বলীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উৎযাপন উপলক্ষে সরকারি ছুটির থাকায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে রোববার বাড়তি আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, হিলিবন্দর দিয়ে ভারত থেকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের প্রথম দিনে পেঁয়াজের আমদানি বেড়েছে। গেল সপ্তাহের ৬ কর্মদিবসে ভারতীয় ৮২ ট্রাকে ২ হাজার ৩শ মেট্রকটন পেঁয়াজ আমদানি হলেও চলতি সপ্তাহের প্রথম দিন রোববারে ভারতীয় ২৫৯ ট্রাকে ৭শ ৮৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।