কোনো অনুমোদনহীন বাস রাজধানীতে চলবে না এমনটাই জানিয়েছেন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক যাত্রা শুরুর পর সাবাদিকদের এ কথা বলেন রোববার (২৬ ডিসেম্বর) সকালে।
তিনি আরো বলেন,রাজধানীতে চলা সব বাসকেই এর আওতায় আসতে হবে। আজ থেকে এ সার্ভিস শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতি মাসেই নতুন নতুন বাস যুক্ত হবে। আগামী বছরই সবগুলো ক্লাস্টারে এই সার্ভিস চালু হবে।
এইদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস রুট পুনর্বিন্যাস অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ। তবে সবাই মিলে কাজ করলে তা মোকাবিলা অসম্ভব না।
সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।