ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বড়দিনে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি রেস্তোরাঁয়।
বেনি শহরে এই বোমা বিস্ফোরণ ঘটে শনিবার (২৫ ডিসেম্বর) ।কঙ্গোর প্রশাসনিক কর্মকর্তাদের ধারণা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এডিএফ এই হামলা ঘটিয়েছে। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় নেয়নি।
আইনশৃঙ্খলাবাহিনী গণমাধ্যমকে জানায়, এই হামলায় এ পর্যন্ত হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
পুলিশ জানায়, হামলাকারী রেস্তোরাঁর প্রবেশপথে ঢোকার পথেই পুলিশ তাকে বাধা দেয়। পরে সেখানেই বোমার বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী। খবর রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, হামলার সময় অন্তত ৩০ জন ওই রেস্তোরাঁর ভেতরে ছিলেন। উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে অভিযান চলছে এমন একটি জায়গায় হামলাটি চালানো হয়।
উল্লেখ্য, নিকট অতীতে বেনিতে সেনাবাহিনী এবং উগ্র ইসলামপন্থীদের মধ্যে সংঘর্ষ হতে দেখা গেছে।
Discussion about this post