সন্তান নিলে বিবাহিত দম্পতিদের দুই লাখ ইউয়ান (বাংলাদেশি টাকায় যা ২৬ লাখ ৯২ হাজার টাকা) ব্যাংকঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে চীনের উত্তরপূর্বাঞ্চলে।
সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জিলিন সরকার জানিয়েছে, দুটি কিংবা তিনটি সন্তান থাকা দম্পতিদের ছোট ছোট ব্যবসায় মূল্য সংযোজন করেও ছাড় দেওয়া হবে।
জনসংখ্যার হার কমতে থাকায় দেশটির বিভিন্ন প্রদেশে এর আগেও অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
জনমিতিক সংকট ব্যাপক আকার নিয়েছে উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিন, লিওনিং ও হেইলোংজিয়াংয়ের। এখানকার বাসিন্দারা কাজের খোঁজে ঝুঁকি নিয়ে অন্য প্রদেশে যান। এতে দম্পতিরা বিয়ে ও পরিবার গড়ার পরিকল্পনা করতে বিলম্ব করেন।এসব অঞ্চলের জনসংখ্যা দশ দশমিক তিন শতাংশ কমে গেছে ২০১০ সালের সঙ্গে তুলনা করলে ২০২০ সালে এসে।
নতুন করে জোর দিয়েছে জনসংখ্যা সংকট সামাল দিতে প্রদেশগুলো। এর আগে গেল মে মাসে সরকার ঘোষণা দিয়েছে, বিবাহিত দম্পতিদের দুই সন্তানের বদলে এখন থেকে তিন সন্তান নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া জন্মহার কমে যাওয়া নিয়ে অবহেলা করায় সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। একটি আদমশুমারিতে দেখা গেছে, ১৯৫০ সালের পর গত দশকে চীনের জনসংখ্যা বৃদ্ধি নাজুক গতিতে এগোচ্ছে। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে, চীন ধনী দেশ হওয়ার আগেই তার জনসংখ্যায় বয়স্করা বেড়ে যাচ্ছেন।
মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৯৮ দিনের বদলে ১৮০ দিন করা হয়েছে। আর পুরুষরা ১৫ দিনের বদলে ২৫ দিন ছুটি পাবেন জিলিন প্রদেশে।