কয়েক দফা বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর থেকে আয়ারল্যান্ডে অনেক পণ্যের মূল্য।তবে সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সেখানে।
আগামী ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার এক বছর পূর্ণ হবে। এই এক বছরে আয়ারল্যান্ডে বাংলাদেশের অনেক পণ্যের মূল্য হু হু করে বেড়েছে।বেশি বেড়েছে দেশীয় শাকসবজির দাম।
ব্রেক্সিটের আগে যে সবজি কেজিপ্রতি বাংলাদেশি টাকায় ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতো তা বেড়ে এখন ৬০০ থেকে ৮০০ টাকা।ব্রিটেন ছাড়াও বাংলাদেশ থেকে সরাসরি আয়ারল্যান্ডে আসা পণ্যের একই হাল।
বাড়তি কর গুনতে হয় ব্যবসায়ীদেরও যেহেতু দেশীয় পণ্যের অধিকাংশই ব্রিটেন হয়েই আয়ারল্যান্ডে প্রবেশ করে।
পণ্যের মূল্যবৃদ্ধির বড় একটি কারণ এটি। তবে সাধারণ ভোক্তাদের আয় ব্যয়ের হিসাবে এই মূল্যবৃদ্ধি ভাবিয়ে তুলছে তাদের।
ব্যবসায়ীরা দাবি করেছেন,পরিবহন ব্যয়, সঠিক সময়ে ফ্লাইট না পাওয়া ও কর বৃদ্ধিকেই অতিরিক্ত দাম বাড়ার কারণ।
Discussion about this post